না, জয়ের পথটা আবিষ্কারই করতে পারছেন লুইস ফেলিপে স্কলারি। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচ হয়ে আসার পর দলকে নিয়ে তিনটি ম্যাচ খেলে ফেললেন ‘বিগ ফিল’।কিন্তু জয় এখনো অধরাই। পরশু চেলসির মাঠ স্টাম্পফোর্ড ব্রিজে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
স্কলারির দ্বিতীয় মেয়াদের শুরুটা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে।এরপর গত বৃহস্পতিবার ইতালির সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর পরশুর ওই ড্র। তবু রক্ষা যে, ব্রাজিল ড্র করতে পেরেছে। ভিক্টর ফায়জুলিনের ৭৩ মিনিটের গোলে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের স্বপ্নই দেখতে শুরু করেছিল রাশিয়া। কিন্তু ঠিক ৯০ মিনিটে রাশানদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন ফ্রেড। মার্সেলোর পাস থেকে ফ্রেডের গোল, হারের দরজা থেকে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
দলের হতাশাজনক পারফরম্যান্স। স্কলারি কিন্তু সন্তুষ্ট, ‘আমি মনে করি, ইতালির ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত আমরা একই মানটা ধরে রেখেছি। কিন্তু আমরা এমন একটা দলের বিপক্ষে খেলেছি, যারা দারুণ সংগঠিত।’ প্রথমে গোল খেয়েও হতাশায় ভেঙে না পড়ে দল চেষ্টা করে গেছে। স্কলারিকে খুশি করেছে খেলোয়াড়দের এই চোয়ালবদ্ধ মানসিকতাই, ‘আমি সত্যিই এটা পছন্দ করি যে, শেষ পর্যন্ত দলের মনোভাব ছিল দারুণ এবং আমরা হতাশায় ভেঙে পড়িনি। তারা মাথা উঁচু রেখেই খেলে গেছে। কারণ তারা জানত, তারা সুযোগ পাবে। আমার বিশ্বাস, আমরা সঠিক পথেই আছি।’
আসলেই কি সঠিক পথে হাঁটছে ব্রাজিল? পরিসংখ্যান কিন্তু মোটেও তা বলে না।শুধু স্কলারির তিন ম্যাচই নয়, ব্রাজিল আসলে জয়হীন সর্বশেষ পাঁচ ম্যাচেই।তার পরও একসময়ের ‘ঘরের মাঠে’ দলের পারফরম্যান্সে খুশি স্কলারি। চেলসির সাবেক কোচ বেশি খুশি মার্সেলোর পারফরম্যান্সে। ম্যাচ শুরুর আগে নিজেই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। ম্যাচ শেষে স্কলারিই মার্সেলোর পারফরম্যান্সে পিঠ চাপড়ে দিলেন, ‘প্রত্যেকেই বলেছে, মার্সেলো দারুণ আক্রমণ করে, কিন্তু সমস্যা দেখা দেয় মার্কিংয়ে। আজ তার পারফরম্যান্স ছিল ভারসাম্যপূর্ণ। সে আক্রমণের সময় আক্রমণ করেছে এবং ভালোভাবে মার্কিংও করেছে। কাজেই আমরা দলের জন্য আরেকজন খেলোয়াড় খুঁজে পেলাম।’
ম্যাচের ফলাফলে খুশি কোচ ফ্যাবিও ক্যাপেলোও। তবে রাশিয়ার ইতালিয়ান কোচের একটা অনুযোগও আছে। তাঁর দাবি, দর্শকের মাঠে ঢুকে পড়ারই মূল্য দিতে হয়েছে রাশিয়াকে! ম্যাচ তখন শেষের দিকে। রাশিয়া ১-০ গোলে এগিয়ে। ঠিক তখনই মাঠে ঢুকে পড়ে এক দর্শক। ক্যাপেলোর দাবি, এতে তাঁর দলের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয়, আর সেই সুযোগে সমতা ফিরিয়েছে ব্রাজিল! ‘আমার একমাত্র হতাশা হলো, ওই দর্শক মাঠে ঢুকে পড়ার পর খেলোয়াড়দের মনোযোগ হারিয়ে ফেলা। আর ব্রাজিলের বিপক্ষে আপনি মনোযোগ হারিয়ে ফেলতে পারেন না’—বলেছেন বিশ্বকাপ বাছাইপর্বেও রাশিয়াকে নিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা ক্যাপেলো। রয়টার্স, এএফপি।
(২৭মার্চ/২০১৩)নিউজরুম।