প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিকে যুদ্ববিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন করেছেন, অন্যদিকে জাতিকে একটি সংবিধান উপহার দিয়েছেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের সংবিধান সমুন্নত রাখতে হবে এবং সে অনুযায়ী দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ তিনি সর্বস্তরে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান।
ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তোমরাই হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার ‘সোনার সন্তান’ এবং তোমরাই দেশের ভবিষ্যৎ নেতা। সুতরাং তোমাদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি শিক্ষার্থীদের দর্শনীয় মার্চপাস্ট ও বর্ণাঢ্য শারীরিক কসরতও দেখেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতি এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি দিয়ে সজ্জিত ছিল।
এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।
মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় কমিশনার এ এইচ শামসুদ্দিন আজাদ চৌধুরী ও ঢাকা জেলা প্রশাসক ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।
স্মারক ডাক টিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের ইস্যু করা ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন। এ স্মারক ডাক টিকিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও ফুল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি, ফুল ও ফুলের তোড়া পাঠিয়েছেন।প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্রে অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে মিষ্টি, ফুল ও ফুলের তোড়া পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস)-১ মো. জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর, প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন ও সহকারী প্রেস সচিব মো. নুর এলাহি মিয়া এগুলো পৌঁছে দেন। বাসস।
২৬ মার্চ/২০১৩/নিউজরুম.