আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধীরা আমাদের জাতীয় পতাকা খামছে ধরেছে।’ যারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও হটকারিতা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একাত্তরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবধর্না অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, গণতন্ত্রের পন্থায় নয়, ক্ষমতার সিঁড়ি হিসেবে যারা সেনাবাহিনীকে ব্যবহার করে ও উসকে দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, মানবতাবিরোধীরা সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ও আন্দোলন করছে। একাত্তরের পাকবাহিনী যেভাবে এ দেশের স্থাপনাগুলো ধ্বংস করেছিল, ঠিক তেমনিভাবে মানবতাবিরোধীরা ট্রেন ও কানসাটের বিদ্যুেকন্দ্রসহ সব স্থাপনা ধ্বংস করে উন্নয়ন বাধাগ্রস্ত করছে।
২৬ মার্চ/২০১৩/নিউজরুম.