স্মার্ট টিভি বাজারে আনতে যাচ্ছে

0
183
Print Friendly, PDF & Email

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং টেলিভিশনের নতুন নতুন বিষয়বস্তু খোঁজার কাজটি দর্শকদের জন্য সহজ করে দিতে চাইছেএ জন্য প্রতিষ্ঠানটি নতুন ধরনের টেলিভিশন সেট তৈরি করেছেআগামী কয়েক সপ্তাহের মধ্যে স্মার্ট হাব নামে নতুন এই সামাজিক স্মার্ট টিভি বাজারে আনতে যাচ্ছে স্যামসাংদর্শক ঠিক যে অনুষ্ঠান বা সিনেমা যা চাইছে, তা কম সময়ের মধ্যে খুঁজে পেতে সাহায্য করবে স্মার্ট হাব
চলতি বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রদর্শিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন টিভিতেচলতি মাসেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানো হবে স্মার্ট হাব
স্যামসাংয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জনগণ চায় এমন একটি টেলিভিশন, যা কম সময়ের মধ্যে তাকে পছন্দের অনুষ্ঠানের কাছে নিয়ে যাবেস্মার্ট হাবে রয়েছে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি এবং পাঁচটি মেন্যু প্যানেলএই প্যানেলের মাধ্যমে দর্শক তাদের পছন্দের বিষয়বস্তু নির্ধারণ করতে পারবে
মেন্যু প্যানেল দেখাবে কোন চ্যানেলে কী কী অনুষ্ঠান রয়েছে এবং অনুষ্ঠান দেখার ব্যাপারে দর্শককে পরামর্শ দেবেদর্শকেরা এই টেলিভিশনে ওয়েবসাইট খুলতে পারবেইউটিউবে ভিডিও দেখা, টুইটারে বার্তা পাঠানো ছাড়াও বিভিন্ন সাইট থেকে গান শুনতে পারবে এবং ফেসবুক ব্যবহার করতে পারবে
স্মার্ট হাব স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ও টুইটার থেকে বন্ধুদের ছবি বা লেখা সরাসরি দর্শকের সামনে উপস্থাপন করবে

(২৬মার্চ/২০১৩)নিউজরুম।

শেয়ার করুন