ভারতের বাজারে আইফোন

0
182
Print Friendly, PDF & Email

মধ্যবিত্ত মানুষের বাজার ধরার জন্য এবার ভারতের বাজারে আসছে প্লাস্টিক খাপের আইফোনআগামী জুন বা জুলাই মাসে ভারতে পাওয়া যাবে মিলবে এই স্মার্টফোনচলতি আইফোনের প্রায় অর্ধেক দামে এই ফোন মিলবেমূলত চীন ও ভারতের মধ্যবিত্ত বাজারকে আকৃষ্ট করতেই ৩৩০ মার্কিন ডলার মূল্যে এই মডেল আনতে চলেছে অ্যাপল
আরবিসি ক্যাপিটাল মার্কেটের অমিত দরিয়াননি জানান, জুন-জুলাই মাসেই প্লাস্টিক খাপের এই বিশেষ সংস্করণ ছাড়া আইফোন ফাইভ এসও বাজারে আনতে পারে অ্যাপেলজানা গেছে, নতুন এই মডেলে রেটিনা ডিসপ্লেসহ আইফোনের সব কটি বৈশিষ্ট্য থাকবে এবং উন্নত মানের ক্যামেরাসহ আরও আপগ্রেডেশন নিয়ে জুলাই মাসে আসবে আইফোন ফাইভ এস

 

(২৬ মার্চ/২০১৩) নিউজরুম।

 

শেয়ার করুন