ইন্টারনেট ব্যবহারের মূল্য কমানোর ব্যাপারে বাংলাদেশ

0
153
Print Friendly, PDF & Email

ইন্টারনেট ব্যবহারের মূল্য কমানোর ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকমিশনের (বিটিআরসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অবসফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)গতকাল সোমবার বিটিআরসিরচেয়ারম্যান সুনীল কান্তি বোসের সঙ্গে দেখা করে এ আহ্বান জানায় বেসিসের একটিপ্রতিনিধিদলএ দলের নেতৃত্বে দেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুরসময় বেসিসের প্রতিনিধিদল মোবাইল ফোন কনটেন্ট ও ভ্যালু অ্যাডেড সার্ভিসেরসঙ্গে জড়িত উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে বিটিআরসিরভূমিকার প্রতি গুরুত্ব দেনএ সময় বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান ওসহসভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন

 

(২৬ মার্চ/২০১৩) নিউজরুম

 

শেয়ার করুন