দেশবরেণ্য চিত্রশিল্পীদের চিত্রাঙ্কনের অনুষ্ঠান

0
208
Print Friendly, PDF & Email

দেশবরেণ্য চিত্রশিল্পীদের চিত্রাঙ্কনের অনুষ্ঠান রং-তুলিতে মুক্তিযুদ্ধআয়োজন করেছে চ্যানেল আইরাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে এই আয়োজন শুরু হবে আজ বেলা তিনটা পাঁচ মিনিটেচিত্রাঙ্কনের পাশাপাশি মূল মঞ্চ থেকে পরিবেশিত হবে দেশের গানগান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরের ধারা এবং ক্ষুদে গানরাজ ও সেরাকণ্ঠের শিল্পীরাআবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর ও জয়ন্ত চট্টোপাধ্যায়অনুষ্ঠানের ফাঁকে থাকবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা ও বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাকারচিত্রাঙ্কনে অংশ নেবেন অর্ধশতাধিক শিল্পীসহযোগিতা করছে গ্যালারি চিত্রক
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফজাল হোসেনযৌথভাবে পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু   

(২৬মার্চ/২০১৩)নিউজরুম।

শেয়ার করুন