সজল। টেলিভিশনের অতিপরিচিত মুখ। নাম লিখেয়েছেন বড় পর্দায়ও। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ তাঁর তিনটি নাটক প্রচারিত হচ্ছে।
স্বাধীনতা তুমি…স্বাধীনতা মানে আমার কাছে শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটির ভাবার্থ।
আমার ১ নম্বর শত্রু…ঘুম। টানা ২৪ ঘণ্টা ঘুমানোরও রেকর্ড আছে আমার। খুব ঘুমকাতুরে আমি। এ কারণে সবাই আমাকে কুম্ভকর্ণের ছোট ভাই বলে ডাকে।যেদিন মনে হলো, আমি অভিনয় করতে পারি…আমার মনে হয়, আমি অভিনয় করতে পারি না। এখনো অনেক শেখার বাকি আছে।যে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করতে চাই…
আমার সৌভাগ্য, বড় অনেক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছি। বিপাশা হায়াতের সঙ্গে অভিনয় করেছি, আফসানা মিমির পরিচালিত নাটকে কাজ করেছি। তবে শমী কায়সারের সঙ্গে অভিনয় করতে পারলে দারুণ হতো।‘জীবনের লক্ষ্য’ রচনায় যা লিখতাম…আমি কখনোই লক্ষ্যস্থির করে এগোই না। আমার স্বপ্নগুলো খুব বড় নয়, চাহিদাও বেশি নয়। অল্পতেই তুষ্ট। আর ছেলেবেলায় রচনায় যে কী লিখতাম, তা আর এখন মনে নেই।
শখের দাম লাখ টাকা…বয়সের সঙ্গে সঙ্গে শখের ধরন বদলে যায়। ছেলেবেলায় খুব বই পড়তাম, মাঝে কিছুদিন সেভাবে পড়া হয়নি। এখন আবার বই পড়ছি। আমার সংগ্রহও আছে একটা।ছেলেবেলায় বই চুরি করতাম! মা-বাবা যখন বার্ষিক পরীক্ষার পর বইয়ের দোকানে নিয়ে যেতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কমিকসের বইগুলো পড়ে শেষ করে ফেলতাম।
প্রিয় বাহন…রিকশা আমার প্রিয় বাহন। সময় পেলেই এখনো রিকশায় চেপে ঘুরতে বেরোই। একসময় এক রিকশায় চারজন করে উঠেও ঘোরাঘুরি করতাম।মানুষ সজলের চোখে অভিনেতা সজলের মূল্যায়ন…এটা খুব কঠিন। তবে মানুষ হিসেবে নিজেকে মূল্যায়ন করতে পারি। এ ক্ষেত্রে দশে সাড়ে দশ দেব।স্বাধীনতা দিবস উপলক্ষে যেসব নাটকে অভিনয় করলাম…
তিনটি নাটকে অভিনয় করেছি। হাসান মোরশেদের অপুর অপেক্ষায় প্রচারিত হবে আরটিভিতে, বাংলাভিশনে দেখা যাবে তারেক আখন্দের আমি গর্বিত নই আর আনিসুল হকের রচনা ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় নাড়ির বন্ধন নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে।
(২৬ মার্চ/২০১৩) নিউজরুম।