গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-নির্ভর কোনো স্মার্টফোন নয়, গুগলের চেয়ারম্যানের হাতে ব্ল্যাকবেরির স্মার্টফোন! বিষয়টি চোখে দেখলে আশ্চর্য হতে হয় বৈকি!
গুগলের চেয়ারম্যান এরিক স্মিড অবশ্য অকপটে স্বীকার করেছেন যে, তিনি ব্ল্যাকবেরির ভক্ত। বিশেষ করে ব্ল্যাকবেরির কি-বোর্ড তাঁর বিশেষ পছন্দের।
গুগলের অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স অ্যান্ড্রয়েড নিয়ে সমালোচনাও করেছেন। তবে পছন্দ বলে কথা!
গুগলের চেয়ারম্যান অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলার সময় ব্ল্যাকবেরি তাঁর ব্যক্তিগত পছন্দ বলেই মন্তব্য করেন। অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন নির্মাতাদের এবার বুঝি গুগল চেয়ারম্যানের মন-পছন্দের স্মার্টফোন তৈরিতে আগ্রহ দেখাতেই হয়!
(২৫ মার্চ/২০১৩) নিউজরুম।