বাংলাদেশের অ্যালবামের জন্য গান গাইলেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী জোজো।নবীন সংগীতশিল্পী নাইম মুর্তজার প্রথম অ্যালবাম ‘না ই ম—প্রথম অধ্যায়’-এ থাকছে গানটি। ‘দুর্ভাবনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন সাজ্জাদ হুসাইন।
জানা গেছে, সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন জোজো। সচী শামসের সুর ও সংগীতায়োজনে এখন গানটির মিক্সিং করছেন দ্রোণ আচার্য।
বাংলাদেশি অ্যালবামে গান করা প্রসঙ্গে জোজো জানিয়েছেন, ‘দ্রোণ’র উত্সাহে গানটি করা। এ ছাড়া গানের বাণী এবং সহশিল্পীর গায়কি পছন্দ হওয়ায় গানটি করে স্বাচ্ছন্দ্যবোধ করেছি।’
উল্লেখ্য, জোজো সম্প্রতি বাংলাদেশে মুক্তির প্রতীক্ষিত ‘এক কাপ চা’ শিরোনামের চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দিয়েছেন।
(২৫মার্চ/২০১৩)নিউজরুম।