অকল্যান্ড টেস্টে জয়ের পথে হাঁটছে নিউজিল্যান্ড। ইংলিশদের দিকে ৪৮১ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে চতুর্থ দিনশেষে ৪ উইকেট তুলে নিয়েছে কিউইরা। ৪৮১ রান করতে নেমে চতুর্থ দিন শেষে ইংল্যান্ড এখন ৯০/৪। হাতে ৬ উইকেট রেখে শেষ দিনে ইংল্যান্ড বাকি ৩৯১ রানের কত কাছাকাছি যেতে পারে, এই মুহূর্তে এটাই দেখার বিষয়।
আজ টেস্টের চতুর্থ দিনে স্কোরবোর্ডে ২৪১ রান জমা করে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ওপেনার পিটার ফুলটনের ১১০ রানের চমত্কার ইনিংসটির পর ৫৩ রানে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ম্যাককালাম।
জবাবে ৪৮১ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার নিক কম্পটনের উইকেট হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও জনাথন ট্রট।ইনিংসের ২৪তম ওভারে এই জুটি ভেঙে কিউই শিবিরকে আনন্দে ভাসান নেইল ওয়াগনার।৩৭ রান করে ফিরে যান ট্রট। এরপর দিনের একেবারে শেষপর্যায়ে দলীয় ৯০ রানের মাথায় দুটি উইকেট হারায় ইংল্যান্ড। সাজঘরে ফেরেন অ্যালিস্টার কুক ও স্টিভেন ফিন। ৪৩ রান এসেছে কুকের ব্যাট থেকে। ৮৯ বলে মাত্র ৮ রান করে দিনশেষে অপরাজিত আছেন ইয়ান বেল।
(২৫ মার্চ/২০১৩) নিউজরুম।