ছোট ভাইয়ের সঙ্গে অভিনয় করবেন মনীষা

0
178
Print Friendly, PDF & Email

ছোট ভাই সিদ্ধার্থ কৈরালার সঙ্গে বলিউডের ছবিতে অভিনয় করবেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালাডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন আছেন মনীষাচিকিত্সা শেষে সেখান থেকে ফিরেই নতুন একটি ছবিতে অভিনয়ের কাজ শুরু করবেন মনীষা ও সিদ্ধার্থ
এর আগে ২০০৬ সালে মুক্তি পাওয়া আনোয়ারছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মনীষা ও সিদ্ধার্থছবিটির নাম ভূমিকায় অভিনয় করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছিলেন সিদ্ধার্থমনীষার সঙ্গে আবার বড় পর্দায় কাজ করার বিষয়ে সিদ্ধার্থ বলেন, ‘মনীষা সুস্থ হয়ে দেশে ফেরার পর নতুন ছবির কাজ শুরু করবআমরা আগেও বড় পর্দায় একসঙ্গে কাজ করেছি, আবারও করবজানিয়েছে টাইমস অব ইন্ডিয়া
২০০৪ সালে পয়সা উসুলছবি যৌথভাবে প্রযোজনা করেছিলেন মনীষা ও সিদ্ধার্থসামনে আবার মনীষার সঙ্গে ছবি প্রযোজনা করবেন বলেও জানিয়েছেন সিদ্ধার্থ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘নেপালে আমাদের সুশীলা আর্টস অ্যাকাডেমি আছেশিগগিরই এই অ্যাকাডেমির ব্যানারে চলচ্চিত্র নির্মাণ শুরু করব আমরা

মনীষার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সিদ্ধার্থ জানিয়েছেন, মনীষার চিকিত্সা-প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলেছেদ্রুত সেরে উঠছেন তিনি    

 (২৫মার্চ/২০১৩)নিউজরুম।

শেয়ার করুন