ছোট ভাই সিদ্ধার্থ কৈরালার সঙ্গে বলিউডের ছবিতে অভিনয় করবেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন আছেন মনীষা। চিকিত্সা শেষে সেখান থেকে ফিরেই নতুন একটি ছবিতে অভিনয়ের কাজ শুরু করবেন মনীষা ও সিদ্ধার্থ।
এর আগে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘আনোয়ার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মনীষা ও সিদ্ধার্থ। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছিলেন সিদ্ধার্থ। মনীষার সঙ্গে আবার বড় পর্দায় কাজ করার বিষয়ে সিদ্ধার্থ বলেন, ‘মনীষা সুস্থ হয়ে দেশে ফেরার পর নতুন ছবির কাজ শুরু করব।আমরা আগেও বড় পর্দায় একসঙ্গে কাজ করেছি, আবারও করব।’ জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
২০০৪ সালে ‘পয়সা উসুল’ ছবি যৌথভাবে প্রযোজনা করেছিলেন মনীষা ও সিদ্ধার্থ।সামনে আবার মনীষার সঙ্গে ছবি প্রযোজনা করবেন বলেও জানিয়েছেন সিদ্ধার্থ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘নেপালে আমাদের সুশীলা আর্টস অ্যাকাডেমি আছে। শিগগিরই এই অ্যাকাডেমির ব্যানারে চলচ্চিত্র নির্মাণ শুরু করব আমরা।’
মনীষার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সিদ্ধার্থ জানিয়েছেন, মনীষার চিকিত্সা-প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলেছে। দ্রুত সেরে উঠছেন তিনি।
(২৫মার্চ/২০১৩)নিউজরুম।