চার বছর আগে এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল আবুল হায়াতের নাটক শেষ পত্র।মুক্তিযুদ্ধের সময় চারজন নারীর ভূমিকা আর তাঁদের অভিজ্ঞতাকে তুলে ধরা হয় গল্পে। এবার আবুল হায়াত ওই নাটকটির মঞ্চরূপ দিয়েছেন। নাম দিয়েছেন সূচনা। আজ সূচনা মঞ্চে আনছে স্টেজ ওয়ান। নির্দেশনা দিচ্ছেন রহমত আলী। আজ, কাল মঙ্গলবার ও পরশু বুধবার সন্ধ্যা সাতটায় নাটকটির প্রদর্শনী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে।
সূচনায় অভিনয় করছেন মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক, চিত্রলেখা গুহ ও নাজনীন চুমকি।
রহমত আলী বলেন, টিভিতে নাটকটি প্রচারিত হওয়ার পর যথেষ্ট প্রশংসিত হয়। এবার মঞ্চের জন্য আবুল হায়াত নিজেই নাটকটি নতুন করে লিখে দিয়েছেন। আরেকটি নাম দিয়েছেন। নাটকে চরিত্র মাত্র চারটি। তারা চার বান্ধবী। পুরো নাটকে তাদের গল্প। কোনো পুরুষ চরিত্র নেই।
তিনি জানান, এখন থেকে নাটকটির নিয়মিত প্রদর্শনী হবে।
(২৫ মার্চ/২০১৩) নিউজরুম।