যশোর: যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) আব্দুর রাজ্জাককে (৫২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুটখালির মহিষাডাঙ্গা বারপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল কবির জানান, পুটখালির মহিষাডাঙ্গা বারপোতা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা চেয়ারম্যান রাজ্জাককে প্রথমে কুপিয়ে জখম করে এবং পরে গুলি তার মৃত্যু নিশ্চিত করে লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
মার্চ ২৪, ২০১৩