সোমবার টর্নেডো ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
156
Print Friendly, PDF & Email

ঢাকা: সোমবার টর্নেডো ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় তিনি সেখানে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান। সেখানে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবেন।

টর্নেডোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে যাবেন প্রধানমন্ত্রী। টর্নেডো ক্ষতিগ্রস্ত এ জেলার ২০ টি গ্রামের মধ্যে চিনাইর গ্রামে নিহত হন ৬ জন।

শুক্রবার সন্ধ্যায় বয়ে যাওয়া টর্নেডোর ভয়াল থাবায় ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ গ্রামের কয়েকশ মানুষ।
   
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ টাকা ও ত্রাণসামগ্রী বরাদ্দ করেছে সরকার। এছাড়া জেলা প্রশাসনের কাছে থাকা ১শ’ মেট্রিক টন চাল ও ১৮৫ বান্ডিল ঢেউটিন বিতরণের জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।

টর্নেডো আঘাত হানার পরপরই সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা, আহত পরিবারকে ৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 মার্চ ২৪, ২০১৩

শেয়ার করুন