দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। তিন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝার দুর্দান্ত ঘূর্ণিতে মাত্র ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৬৪ রান। উইকেটে আছেন ম্যাথু ওয়েড ও স্টিভেন স্মিথ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। এরপর অল্প সময়ের মধ্যেই একে একে সাজঘরের পথ ধরেন ফিলিপ হিউজ, অধিনায়ক শেন ওয়াটসন ও এড কোয়ান। প্রথম এই পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে কোয়ান ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। কোয়ানের ব্যাট থেকে এসেছে ২৪ রান। ভারতের পক্ষে এখন পর্যন্ত তিনটি উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬২ রানে গুটিয়ে দিয়ে ভালো অবস্থান তৈরি করেছিল ভারত। কিন্তু বল হাতে পাল্টা জবাবটাও খুব ভালোমতোই দিয়েছে অস্ট্রেলিয়া। মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারার ১০৮ রানের উদ্বোধনী জুটির পর যেন মুখ থুবড়ে পড়ে ভারত। নাথান লায়নের ঘূর্ণিজাদুতে আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ফলে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০ রানের লিড নিতে সক্ষম হয়েছে স্বাগতিক ভারত। ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করার পর আজ মাত্র তিন ওভার ব্যাটিং করতে পেরেছে ধোনি বাহিনী। তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৭২ রানে। দুর্দান্ত বোলিং করে ৯৪ রানের বিনিময়ে সাত উইকেট শিকার করেছেন নাথান লায়ন।
(২৪ মার্চ/২০১৩) নিউজরুম।