ঢাকার আগারগাঁওয়ে দেশের বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা সিটি আইটি ২০১৩ আগামীকাল ২৫ মার্চ শেষ হচ্ছে। মেলা শুরু হয়েছিল ১৪ মার্চ।
মেলায় প্রতিদিনই তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার জন্য গুণীজনদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফিকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জানানো হয় বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রয়েছে জনাব কাফির।অনুষ্ঠানে আব্দুল্লাহ এইচ কাফি বলেন, ‘যেকোনো সম্মাননাই আনন্দের।’ এ সময় উপস্থিত ছিলেন বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বার, বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, সাবেক সভাপতি আহমেদ হাসান, আজিম উদ্দিন আহমেদ, এ টি শফিক উদ্দিন আহমেদ, রোকনুর রহমানসহ অনেকে।
গত শুক্রবার আজীবন সম্মাননা জানানো হয় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও বিসিএসের সাবেক সভাপতি মো. সবুর খান, তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন কম্পিউটার বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন ও বিসিএসের সাবেক মহাসচিব মুনীম হেসেনকে। অনুষ্ঠানে মো. সবুর খান বলেন, ‘শুরুর সময় আমরা মাত্র নয়জন মানুষ এই বাজারটি গড়ে তুলেছিলাম। এটি এখন বিশাল পরিসর পেয়েছে। সময় এসেছে সারা দেশে বিসিএস কম্পিউটার সিটির ছড়িয়ে যাওয়ার।’ নিজের অনুভূতি প্রকাশ করে ভূঁইয়া ইনাম লেনিন বলেন, ‘যেকোনো সম্মান গৌরবের। আর তা যখন কাছের মানুষদের থেকে হয়, তখন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’ মুনীম হোসেন যুক্তরাষ্ট্র থেকে স্কাইপের মাধ্যমে আয়োজকদের ধন্যবাদ জানান।
এ মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে। আজ সাপ্তাহিক বন্ধের দিনেও মেলা চলবে।
(২৪ মার্চ/২০১৩) নিউজরুম।