প্রেমে পড়েছিলেন দুজন

0
144
Print Friendly, PDF & Email

দি অ্যামেজিং স্পাইডারম্যান ছবির শুটিং করতে গিয়েই প্রেমে পড়েছিলেন দুজনএক বছর গড়িয়ে গেল সেই সম্পর্কেরছবিটির সিক্যুয়েলের শুটিং তো উপভোগ করবেনই এমা স্টোনজানালেন, দি অ্যামেজিং স্পাইডারম্যান ২ ছবির শুটিংয়ে তাঁরা দারুণ মজা করছেন
স্পাইডারম্যানের প্রেমিকা জোয়েন স্টেসির ভূমিকায় অভিনয় করছেন তিনিআর স্পাইডারম্যানরূপী অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গেই চলছে প্রেমএমা বলেন, ‘জোয়েন স্টেসির চরিত্রটা খুব পছন্দ আমারআর চিত্রনাট্যও দারুণতাঁদের দুজনের সম্পর্কের রসায়ন জমেছে বেশতবে এটা নাকি এমনিতেই হয়ে গেছে বলে মনে করেন তিনিএমা আরও বলেন, ‘এর কোনো কারণ বলা যায় নাদুজন মানুষের রসায়নের কোনো ব্যাখ্যা হয় নাএটা হয় হয়ে যায়, নয়তো একদমই হয় নাআইএএনএস

 

(২৪ মার্চ/২০১৩) নিউজরুম।

 

শেয়ার করুন