দি অ্যামেজিং স্পাইডারম্যান ছবির শুটিং করতে গিয়েই প্রেমে পড়েছিলেন দুজন।এক বছর গড়িয়ে গেল সেই সম্পর্কের। ছবিটির সিক্যুয়েলের শুটিং তো উপভোগ করবেনই এমা স্টোন। জানালেন, দি অ্যামেজিং স্পাইডারম্যান ২ ছবির শুটিংয়ে তাঁরা দারুণ মজা করছেন।
স্পাইডারম্যানের প্রেমিকা জোয়েন স্টেসির ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর স্পাইডারম্যানরূপী অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গেই চলছে প্রেম। এমা বলেন, ‘জোয়েন স্টেসির চরিত্রটা খুব পছন্দ আমার। আর চিত্রনাট্যও দারুণ।’ তাঁদের দুজনের সম্পর্কের রসায়ন জমেছে বেশ। তবে এটা নাকি এমনিতেই হয়ে গেছে বলে মনে করেন তিনি। এমা আরও বলেন, ‘এর কোনো কারণ বলা যায় না। দুজন মানুষের রসায়নের কোনো ব্যাখ্যা হয় না। এটা হয় হয়ে যায়, নয়তো একদমই হয় না।’ আইএএনএস।
(২৪ মার্চ/২০১৩) নিউজরুম।