চলচ্চিত্রের শিল্পী দম্পতি অনন্ত ও বর্ষা পরস্পরের বিরুদ্ধে গত শুক্রবার মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অনন্তর জিডির নম্বর ১৫৭৬ আর বর্ষার জিডির নম্বর ১৬০০। শুক্রবার বিকেলে অনন্ত মোহাম্মদপুর থানায় গিয়ে তাঁর স্ত্রী বর্ষার বিরুদ্ধে কিছু অভিযোগ করেন। তাঁর মতে, এসব অভিযোগের কারণেই বর্ষা বাড়ি থেকে চলে গেছেন। বর্ষা তাঁর ক্ষতি করতে পারেন—এমন আশঙ্কা থেকেই থানায় অভিযোগ করেছেন বলে জানান অনন্ত।
একই দিন রাতে বর্ষা একই থানায় গিয়ে স্বামী অনন্তের বিরুদ্ধে অভিযোগ করেন, অনন্ত তাঁকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি জিডি করেছেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুজনের অভিযোগ আমলে নিয়ে বিষয়টি এখন তদন্তাধীন আছে।
অনন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থানায় অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বর্ষার নানা ধরনের সমস্যা ছিল। দুজনের ভালোর কথা চিন্তা করে বর্ষাকে অনেক বুঝিয়ে স্বাভাবিকও করেছিলাম। কিন্তু শুক্রবার সকালে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই সে বাসা থেকে বেরিয়ে যায়। শনিবার সকালে বর্ষার সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করি। দুজনের ভুল-বোঝাবুঝির অবসান করতে চাইলেও সে অস্বীকৃতি জানায়। এরপর সারা দিন তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।’
শনিবার সারা দিন বর্ষার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। এদিকে অনন্তের ফোনের মাধ্যমে কনফারেন্স কলে যোগাযোগ হয় বর্ষার বাবা আয়নাল হকের সঙ্গে। তিনি তখন অবস্থান করছিলেন সিরাজগঞ্জে। তিনি বলেন, ‘বর্ষার সঙ্গে তার মায়ের কথা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন।’
(২৪ মার্চ/২০১৩) নিউজরুম।