চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। সঙ্গে আছেন স্ত্রী পেং লিইউয়ান। প্রেসিডেন্ট হিসেবে জিনপিংয়ের প্রথম বিদেশ সফর নিয়ে গণমাধ্যম ও ইন্টারনেটে ব্যাপক আলোচনা চলবে—এটাই স্বাভাবিক। তবে তাঁকে নয়, মাতামাতি চলছে ফার্স্ট লেডি লিইউয়ানকে নিয়ে।
লাস্যময়ী লিইউয়ান অবশ্য আগে থেকেই নিজ দেশে ব্যাপক জনপ্রিয়। গায়ক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। আর গত শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে বিমান থেকে নামার পর থেকেই চীনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লিইউয়ানের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
সাধারণত চীনের গণমাধ্যমে দেশের ফার্স্ট লেডিকে নিয়ে তেমন আলোকপাত করা হয় না। তবে এবার এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। চীনের প্রায় সব রাষ্ট্রীয় সংবাদপত্রে প্রেসিডেন্ট জিনপিং ও লিইউয়ানের ছবি ফলাও করে ছাপানো হয়। গ্লোবাল টাইমস পত্রিকার সম্পাদক হু শিজিংয়ের মতে, এই দৃশ্য চীনাদের খুশি করেছে। কারণ, এমন দৃশ্যের জন্য তারা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিল। রাশিয়ায় যখন রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হচ্ছিল, তখন লিইউয়ানের মুখে হাসি লেগে ছিল। মূলত লিইউয়ানের এই হাসি এবং স্টাইল ছিল চীনের সামাজিক যোগাযোগের ব্যবহারকারীদের প্রধান আকর্ষণ। একজন লিখেছেন, ‘কী রুচিবোধ!’ আরেকজন লিখেছেন, ‘কী দারুণ সৌন্দর্য!’। এএফপি।
২৪ মার্চ/২০১৩/নিউজরুম.