ব্যাটিং ব্যর্থতার ফাঁদে পড়ে দিল্লি টেস্টে প্রথম ইনিংসে ভারতের লিড মাত্র ১০ রানের। ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করার পর আজ মাত্র তিন ওভার ব্যাটিং করতে পেরেছে ভারত। দিনের তৃতীয় ওভারের প্রথম দুই বলেই দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে গুটিয়ে দেন নাথান লায়ন। দুর্দান্ত বোলিং করে ৯৪ রানের বিনিময়ে সাত উইকেট শিকার করেছেন এই ডানহাতি অফস্পিনার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬২ রানে গুটিয়ে দিয়ে ভালো অবস্থান তৈরি করেছিল ভারত। কিন্তু বল হাতে পাল্টা জবাবটাও খুব ভালোমতোই দিয়েছে অস্ট্রেলিয়া।মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারার ১০৮ রানের উদ্বোধনী জুটির পর যেন মুখ থুবড়ে পড়ে ভারত। নাথান লায়নের ঘূর্ণিজাদুতে আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা।
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০ রানের লিড নিতে সক্ষম হয়েছে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ২৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭২ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস।
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ২০ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার।
(২৪ মার্চ/২০১৩) নিউজরুম।