রেজিস্ট্রারসহ চার কর্মকর্তার পদত্যাগ, নতুন নিয়োগ

0
127
Print Friendly, PDF & Email

নতুন উপাচার্য ও সহ-উপাচার্যের দায়িত্ব গ্রহণের এক দিনের মাথায় ঢেলে সাজানো হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনগত বৃহস্পতিবার রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অব্যাহতি গ্রহণ করলে নতুন চারজনকে দায়িত্ব দেওয়া হয়
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মখলেসুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে একে একে অব্যাহতি চেয়ে উপাচার্যের কাছে আবেদন করেন রেজিস্ট্রার এম এ বারী, প্রক্টর চৌধুরী মোহামঞ্চদ জাকারিয়া, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার ও জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্রউপাচার্য তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে এসব পদে নতুন চারজনকে নিয়োগ দেনভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক নজরুল ইসলামকে
প্রক্টরের দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন ও জনসংযোগ দপ্তরের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন

২৩ মার্চ/২০১৩/নিউজরুম.

শেয়ার করুন