ঢাকায় চালু যাচ্ছে নতুন কম্পিউটার বাজার

0
140
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ঢাকায় আরও একটি কম্পিউটার বাজার চালু হতে যাচ্ছেকুড়িলের যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে উঠবে এই তথ্যপ্রযুক্তির বাজারএ বিষয়ে বুধবার যমুনা ফিউচার পার্ক ও বিসিএসের মধ্যে একটি চুক্তি হয়েছেযমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলাম চুক্তিতে সই করেনচুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানান যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম সময় বিসিএসের মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, পরিচালক মো. ফয়েজউল্ল্যাহ্ খানসহ অনেকে উপস্থিত ছিলেন

 

(২৩ মার্চ):নিউজরুম

 

শেয়ার করুন