বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ঢাকায় আরও একটি কম্পিউটার বাজার চালু হতে যাচ্ছে। কুড়িলের যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে উঠবে এই তথ্যপ্রযুক্তির বাজার। এ বিষয়ে বুধবার যমুনা ফিউচার পার্ক ও বিসিএসের মধ্যে একটি চুক্তি হয়েছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলাম চুক্তিতে সই করেন।চুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানান যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম। এ সময় বিসিএসের মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, পরিচালক মো. ফয়েজউল্ল্যাহ্ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
(২৩ মার্চ):নিউজরুম