বিজ্ঞান ও প্রযুক্তিইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের মাসিক ব্যবহারকারী ১০০ কোটি! বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের এ সাইটে বর্তমানে শুধু কম্পিউটারেই নয়, মুঠোফোন ও ট্যাবলেট থেকেও ভিডিও দেখার হার বেড়েছে। সম্প্রতি ব্লগে এমন তথ্য জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
তথ্য অনুযায়ী, প্রতি দুজন ইন্টারনেট ব্যবহারকারীর একজন ইউটিউব দেখেন।
২০০৫ সালে চালু হওয়া ইউটিউবে বিনা মূল্যে ভিডিও দেখার পাশাপাশি ভিডিও রেখে দেওয়ার সুবিধাও রয়েছে। ২০০৬ সালে ১৬৫ কোটি ডলারের বিনিময়ে ইউটিউব অধিগ্রহণ করে গুগল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে ইউটিউব।
ইউটিউবে শীর্ষে থাকা ভিডিওর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার র্যাপশিল্পী সাইয়ের গ্যাংনাম স্টাইল এবং আমেরিকান পপসংগীতশিল্পী ম্যাডোনার গান।
(২৩ মার্চ) নিউজরুম