মুক্তিযুদ্ধভিত্তিক চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হছো

0
172
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক টেস্টমুক্তিযুদ্ধভিত্তিক চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন সারোয়ার তমিজউদ্দিনএ ছবিগুলো তিনি তৈরি করেছেন শওকত ওসমান, হাসান আজিজুল হক, মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া ও কুহিনুর মোয়াজ্জেমের গল্প অবলম্বনে
সারোয়ার তমিজউদ্দিন বলেন, ‘শওকত ওসমানের গল্প অবলম্বনে আমার ১৬ মিনিটের ছবিটির নাম জননী জন্মভূমিএ ছবিতে আরও আছে মালেকা বেগমের গবেষণা থেকে নেওয়া স্বাধীনতা আন্দোলনে নারীর ভূমিকা, ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান শাসনামল ও মুক্তিযুদ্ধের ওপর ছয় মিনিটের প্রামাণ্যচিত্রকুহিনুর মোয়াজ্জেমের গল্প অবলম্বনে ১৪ মিনিটের ছবি কমান্ডার মোয়াজ্জেমএখানে গ্রন্থনা করেছেন সৈয়দ আনোয়ার হোসেনহাসান আজিজুল হকের গল্প থেকে তৈরি ফেরা ছবির দৈর্ঘ্য ১৬ মিনিটগ্রন্থনা করেছেন মুনতাসীর মামুনচতুর্থ ছবিটি একজন আদিবাসী মেয়ের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েমেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়ার গল্প অবলম্বনে এ ছবির নাম রাখাইন মেয়ে প্রিন্সা
সারোয়ার তমিজউদ্দিন আরও বলেন, ‘স্বাধীনতা দিবস সামনে রেখে আমি ছবিগুলো তৈরি করেছিএখানে গল্প ও গবেষণার দিকটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছেআশা করছি, কোনো একটি টিভি চ্যানেলের মাধ্যমে এবার স্বাধীনতা দিবসে ছবিগুলো দর্শকদের দেখাতে পারব

 

 

 

(২৩ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন