বিনোদন ডেস্ক টেস্টমুক্তিযুদ্ধভিত্তিক চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন সারোয়ার তমিজউদ্দিন। এ ছবিগুলো তিনি তৈরি করেছেন শওকত ওসমান, হাসান আজিজুল হক, মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া ও কুহিনুর মোয়াজ্জেমের গল্প অবলম্বনে।
সারোয়ার তমিজউদ্দিন বলেন, ‘শওকত ওসমানের গল্প অবলম্বনে আমার ১৬ মিনিটের ছবিটির নাম জননী জন্মভূমি। এ ছবিতে আরও আছে মালেকা বেগমের গবেষণা থেকে নেওয়া স্বাধীনতা আন্দোলনে নারীর ভূমিকা, ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান শাসনামল ও মুক্তিযুদ্ধের ওপর ছয় মিনিটের প্রামাণ্যচিত্র। কুহিনুর মোয়াজ্জেমের গল্প অবলম্বনে ১৪ মিনিটের ছবি কমান্ডার মোয়াজ্জেম। এখানে গ্রন্থনা করেছেন সৈয়দ আনোয়ার হোসেন। হাসান আজিজুল হকের গল্প থেকে তৈরি ফেরা ছবির দৈর্ঘ্য ১৬ মিনিট। গ্রন্থনা করেছেন মুনতাসীর মামুন। চতুর্থ ছবিটি একজন আদিবাসী মেয়ের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে। মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়ার গল্প অবলম্বনে এ ছবির নাম রাখাইন মেয়ে প্রিন্সা।’
সারোয়ার তমিজউদ্দিন আরও বলেন, ‘স্বাধীনতা দিবস সামনে রেখে আমি ছবিগুলো তৈরি করেছি। এখানে গল্প ও গবেষণার দিকটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করছি, কোনো একটি টিভি চ্যানেলের মাধ্যমে এবার স্বাধীনতা দিবসে ছবিগুলো দর্শকদের দেখাতে পারব।’
(২৩ মার্চ): নিউজরুম