আর প্রেমে পড়া পড়ার বয়স নেই’

0
126
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্কআবার প্রেমে পড়ার সুযোগ এলে যার প্রেমে পড়ব…
আবার! কাউকে দেখে প্রেমে পড়ার বয়স এখন আর নেইসেই মানসিকতাও নেই
শিমুল যখন কাছে না থাকে…
ওকে খুব মিস করিমন খারাপ হয়অনেক কিছু শেয়ার করতে পারি না
দাম্পত্য জীবনে দুজনের ঝগড়া হলে…
ঝগড়ার অংশটা শিমুলের কাছ থেকেই বেশির ভাগ সময় শুরু হয়ও হঠা রেগে যায়আর রাগটা ধরে রাখে কয়েক দিনআমার অবশ্য রাগ বেশিক্ষণ থাকে না
নিজেদের সবচেয়ে সুন্দর মুহূর্তটি যেখানে কেটেছে…
সেটা চার বছর আগেবিয়ের পর, নেপালেসাত দিন ছিলামআমাদের সঙ্গে কোনো মুঠোফোন ছিল নাএকদম নিজেদের মতো করে কাটিয়েছি
কাজ করতে করতে হাঁপিয়ে উঠলে যা করি…
বন্ধুদের সঙ্গে যোগাযোগ করিখুদেবার্তা পাঠাইআড্ডা দিইবাসায় রান্না করি
সবচেয়ে বেশি ভয় পাই…
একা হয়ে যাওয়াকে খুব ভয় পাই
স্বামীর কাছ থেকে পাওয়া মূল্যবান উপদেশ…
তুমি যেমন আছ, তেমনই থাকবেকোনো কারণেই বদলে যাবে না
শুরুতে আমি ছিলাম নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী হলাম কারণ…
নাচে পরিচিতি পাওয়া খুব সহজ ব্যাপার নয়আর আমি শুরুতে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অভিনয়ে পুরস্কার পেয়েছিলামএর পরে অবশ্য নাচে বেশি মন দিইএকসময় দেখি, আমার আশপাশের সবাই অভিনয় করছেআমিও অভিনয়ে চলে আসিদ্রুত পরিচিতি পেয়ে যাই
জানালায়আমার কাছে যেমন লেগেছে…
অসাধারণএই নাটকে আমি একজন বীরাঙ্গনাস্বামী মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর আমি তার মুখোমুখি হতে পারি নাতার মধ্যে যুদ্ধজয়ের যে আনন্দ আর উত্তেজনা ছিল, একসময় আমার জন্য সব ম্লান হয়ে যায় বিনোদন প্রতিবেদকl

 

(২৩ মার্চ):নিউজরুম     

 

শেয়ার করুন