বিনোদন ডেস্কআবার প্রেমে পড়ার সুযোগ এলে যার প্রেমে পড়ব…
আবার! কাউকে দেখে প্রেমে পড়ার বয়স এখন আর নেই। সেই মানসিকতাও নেই।
শিমুল যখন কাছে না থাকে…
ওকে খুব মিস করি। মন খারাপ হয়। অনেক কিছু শেয়ার করতে পারি না।
দাম্পত্য জীবনে দুজনের ঝগড়া হলে…
ঝগড়ার অংশটা শিমুলের কাছ থেকেই বেশির ভাগ সময় শুরু হয়। ও হঠাৎ রেগে যায়। আর রাগটা ধরে রাখে কয়েক দিন। আমার অবশ্য রাগ বেশিক্ষণ থাকে না।
নিজেদের সবচেয়ে সুন্দর মুহূর্তটি যেখানে কেটেছে…
সেটা চার বছর আগে। বিয়ের পর, নেপালে। সাত দিন ছিলাম। আমাদের সঙ্গে কোনো মুঠোফোন ছিল না। একদম নিজেদের মতো করে কাটিয়েছি।
কাজ করতে করতে হাঁপিয়ে উঠলে যা করি…
বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি। খুদেবার্তা পাঠাই। আড্ডা দিই। বাসায় রান্না করি।
সবচেয়ে বেশি ভয় পাই…
একা হয়ে যাওয়াকে খুব ভয় পাই।
স্বামীর কাছ থেকে পাওয়া মূল্যবান উপদেশ…
তুমি যেমন আছ, তেমনই থাকবে। কোনো কারণেই বদলে যাবে না।
শুরুতে আমি ছিলাম নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী হলাম কারণ…
নাচে পরিচিতি পাওয়া খুব সহজ ব্যাপার নয়। আর আমি শুরুতে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অভিনয়ে পুরস্কার পেয়েছিলাম। এর পরে অবশ্য নাচে বেশি মন দিই।একসময় দেখি, আমার আশপাশের সবাই অভিনয় করছে। আমিও অভিনয়ে চলে আসি। দ্রুত পরিচিতি পেয়ে যাই।
‘জানালায়’ আমার কাছে যেমন লেগেছে…
অসাধারণ। এই নাটকে আমি একজন বীরাঙ্গনা। স্বামী মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর আমি তার মুখোমুখি হতে পারি না। তার মধ্যে যুদ্ধজয়ের যে আনন্দ আর উত্তেজনা ছিল, একসময় আমার জন্য সব ম্লান হয়ে যায়। বিনোদন প্রতিবেদকl
(২৩ মার্চ):নিউজরুম