২০ ও ২২ মিনিটে দুই গোল করে আবাহনীর।

0
113
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক মিশুর ফ্রিকিকদারুণ হেডে বল জালে পাঠালেন কোমলএগিয়ে গিয়ে নড়েচড়ে বসল আবাহনী
পরের মিনিটেই ২-০বাঁ প্রান্ত থেকে কোমলের ক্রসপল থেকে ফ্রাঙ্কের বুদ্ধিদীপ্ত টোকায় বল ব্রাদার্সের জালে
২০ ও ২২ মিনিটে দুই গোল করে ম্যাচ অনেকটা মুঠোয় আবাহনীরকিন্তু প্রথমার্ধের শেষ দিকে সেটি আলগা হয়ে পড়ল খানিকটাইলাসুর থ্রু ধরে ২-১ করলেন কিংসলেআবাহনী গোলরক্ষক সোহেল পারলেন না কিংসলের শট আটকাতেম্যাচ জমে উঠল
কমলাপুর স্টেডিয়ামে কাল আবাহনী-ব্রাদার্স ম্যাচটি আর গোল দেখেনিফরাশগঞ্জকে ২-০ গোলে হারানো আবাহনীর এটি দ্বিতীয় জয়গ্রুপের শেষ ম্যাচে সামনে পড়বে শক্তিশালী শেখ রাসেলগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাওয়ার সুযোগ থাকছেইতবে তিন গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ হওয়ার সম্ভাবনা জাগিয়ে রাখতে আবাহনী এ দিন গোল ব্যবধানটা আরও বাড়াতে চাইছিল
সেটি হয়নি গোল নষ্ট করার বিলাসিতা দেখানোয়পল, ইব্রাহিম, শাখাওয়াতরা লক্ষ্যভেদে নিখুঁত ছিলেন নাম্যাচের পর এ নিয়ে ক্ষুব্ধ দেখাল কোচ আরদেশির পোরনেতামকেতবে আবাহনীর জন্য বড় শংকার কারণ দলে চোট-আঘাত বাড়ছেই
ডিফেন্ডার সুজন, সামাদ, মিডফিল্ডার আরমান আজিজ-প্রাণতোষ চোটের কারণে দলের বাইরেওয়ালি ফয়সালও কাল চোটে পড়েছেনসব মিলিয়ে চোটের কারণে একাদশই গড়তে পারছিল না আবাহনীএই অবস্থায় যেকোনো দিনই কিন্তু হোঁচট খেতে পারে লিগ চ্যাম্পিয়নরা
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রক্ষণভাগআবাহনীর রক্ষণভাগ কাল প্রায় নতুনই দেখালমাঝমাঠ থেকে ইয়োকোকে স্টপারে দাঁড় করান কোচভুলে যাওয়াডিফেন্ডার সিরাজী এবং ভাসানীরও ডাক এল একাদশে খেলার
ওয়ালি রাতে বলছিলেন, ‘আমাদের দুই সাইড ব্যাক তো ওপরে ওঠারই সুযোগ তেমন পায়নিদুই স্টপারকে সাহায্য করতে হয়েছে বেশিএভাবে ভালো ম্যাচ খেলা সম্ভব নয়একের পর এক ইনজুরি কঠিন করে ফেলছে আমাদের চলার পথলিগের গুরত্বপূর্ণ ম্যাচ বাকি, সামনে প্রেসিডেন্টস কাপদ্রুত সবাই ফিট না হলে বিপদ আমাদের বাড়বেই
কোচ পোরনেমাত এই সংকট উত্তরণে চিকিসাপত্র দিয়েছেন একটিইআবাহনীর শক্ত এবং এবড়ো-খেবড়ো অনুশীলন মাঠ ব্যবহার উপযোগী করতে হবেতারপর আবাহনীর অতিরিক্ত খেলোয়াড় তালিকাটাও তেমন শক্তিশালী নয়সব মিলিয়ে বড় একটা চ্যালেঞ্জই পোরনেমাত এবং তাঁর দলকে চোখ রাঙাচ্ছে
চোটগ্রস্ত এই আবাহনীকে পেয়েও ব্রাদার্স কাজে লাগাতে পারেনি এলোমেলো শট নেওয়ায়শেখ জামালের বিপক্ষে দুবার এগিয়েও ব্রাদার্স হেরেছিল ৩-২ গোলেটানা দ্বিতীয় হার স্বাধীনতা কাপ থেকে বিদায় দিয়েছে ব্রাদার্সকেজিতলেও চোটগ্রস্ত আবাহনীর দেখতে হবে অশনিসংকেত!

 

(২৩ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন