বিনোদন ডেস্ক ১৫ মার্চ এমটিভি ইন্ডিয়ার ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানে প্রচারিত হয় চিরকুট ব্যান্ডের ‘কাটাকুটি’ গানটি। এক সপ্তাহের মাথায় আবার এমটিভিতে প্রচারিত হতে যাচ্ছে চিরকুটের আরেকটি গান। এবারের গানটির শিরোনাম ‘খাজানা’। আজ রাত সাড়ে নয়টায় ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানে প্রচারিত হবে চিরকুট ব্যান্ডের ‘খাজনা’ গানটির ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন শামসুল আরেফিন সাদী।
চিরকুট ব্যান্ডের সুমী বলেন, ‘গত বছরের নভেম্ব্বরে দিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান মিউজিক উইক’ উত্সবে গান করে বিশ্বের ১৭ দেশের ৫০ ব্যান্ড। ওই অনুষ্ঠানটি দেখেই এমটিভি কর্তৃপক্ষ আমাদের গান প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। তারই প্রক্রিয়া হিসেবে ‘কাটাকুটি’ গানটি প্রচার করে। এরপর চূড়ান্ত করে ‘খাজনা’ গানটিও, যা আজ রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে।
এদিকে দেশ-বিদেশের স্টেজ শোর পাশাপাশি চিরকুট এখন ব্যস্ত সময় পার করছে ‘পদ্ম পাতার জল’ শীর্ষক চলচ্চিত্রের গান নিয়ে। সম্প্রতি টেলিভিশন ছবিতে চিরকুট ব্যান্ডের গাওয়া ‘কানামাছি’ গানটি প্রশংসিত হয়। এখন তাঁরা নিজেদের নতুন অ্যালবামের কাজও গোছাচ্ছেন।
চিরকুটের সদস্যরা হলেন: সুমী (কণ্ঠ), পিন্টু (কণ্ঠ, বেহালা, বাঁশি), ইমন (লিড গিটার), রোকন (বেস গিটার), পাভেল (ড্রামস) ও তমাল (রিদম গিটার)। তমাল এই ব্যান্ডে নতুন যোগ দিয়েছেন। চিরকুটে তাঁর বয়স মাত্র তিন মাস।
(২২ মার্চ):নিউজরুম