শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের শুরু

0
110
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল শনিবারতবে শুরুর আগেই সিরিজ শেষ হয়ে গেল মিডিয়াম ফাস্ট বোলার নাজমুল হোসেনের
বাংলাদেশ দলের ফিজিও বিভব সিংয়ের বরাত দিয়ে আজ ক্রিকইনফোর খবরে বলা হয়, বাঁ পায়ের হাঁটুতে চোট পাওয়া নাজমুল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন
কলম্বোয় দলের সঙ্গে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন নাজমুলসেটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ালবিভব সিং বলেন, চিকিত্সায় খুব একটা কাজ হচ্ছে নাএ কারণে নাজমুলকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
নাজমুলের হাঁটুর সমস্যা অবশ্য নতুন নয়হাঁটুতে একই ধরনের ইনজুরির কারণে গত বছরের মার্চ থেকে বাংলাদেশ দলের হয়ে খেলতে দেখা যায়নি ২৫ বছর বয়সী এই বোলারকে
২০০৪ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় নাজমুলেরআট বছরের বেশি সময়ের ক্যারিয়ারে মাত্র ৩৮টি ম্যাচে অংশ নিয়েছেন তিনিশিকার করেছেন ৪৪ উইকেট
ইনজুরির কারণে ওয়ানডে দলে নেই পেসার মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলামএবার বাদ পড়লেন নাজমুল হোসেনওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ আরও দুর্বল হয়ে পড়ল
নাজমুলের বদলি হিসেবে কে সুযোগ পাচ্ছেন, সেই সিদ্ধান্ত এখনো আসেনিতবে সুযোগটা পেতে পারেন ১৭ বছর বয়সী তাসকিন আহমেদ

 

                               

 

(২২ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন