নাটোরের সিংড়ায় লিপি বেগম (১৬) নামের এক গৃহবধূকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে সিংড়া পৌর শহরের সরকার পাড়া মহল্লার সুমন এর স্ত্রী। বৃহস্পতিবার রাতে সিংড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। এবিষয়ে নিহত গৃহবধূর পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
সিংড়া থানার এস আই মাহাবুবুর রহমান জানান, ৭ থেকে ৮মাস পূর্বে সুমন ও লিপি প্রেম করে বিয়ে করে। বিয়ের পর লিপি বেগম জানতে পারে তার ¯^ামীর আরও এক স্ত্রী ও এক সন্তান রয়েছে। প্রথম স্ত্রীকে তালাক দেয়ার জন্য সুমন দ্বিতীয় স্ত্রী লিপি বেগমের কাছ থেকে যৌতুক বাবদ ১লক্ষ টাকার জন্য বার বার চাপ দিতে থাকে। বৃহস্পতিবার রাতে লিপিকে জোর করে কীটনাশক খাইয়ে সুমন হত্যা করে। এবিষয়ে নারী শিশু নির্যাতন আইনে যৌতুকের কারণে স্ত্রীকে মারপিট করে হত্যার দায়ে ¯^ামী সুমনসহ ৫জনকে আসামী করে একটি মামলা হয়েছে।
২২ মার্চ/২০১৩/নিউজরুম.