অস্ট্রেলিয়া দিল্লিতেও ধুঁকছে

0
164
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক প্রথমতিন টেস্টের তিনটিতেই হারঅস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছে ৪-০-তে ধবলধোলাইভারতের বিপক্ষে দিল্লি টেস্টেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনিঅসিরা
আজ শুক্রবার টেস্টের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ আট উইকেটে২৩১ রানপিটার সিডল ৪৭ ও জেমস প্যাটিনসন ১১ রানে অপরাজিত আছেনঅস্ট্রেলিয়ার এই ইনিংস শেষ পর্যন্ত কতদূর গড়ায়, এটাই এখন দেখার অপেক্ষা
ভারতীয় স্পিনেই আজ নাকাল হন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরাদিনে পতন ঘটা আটউইকেটের ছয়টিই যায় স্পিনারদের ঝুলিতেসর্বোচ্চ চারটি উইকেট নেন অফস্পিনাররবিচন্দ্রন অশ্বিনদুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাছাড়া মিডিয়াম পেসার ইশান্ত শর্মার শিকার দুটি উইকেট
সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়াকিন্তু শুরুটা হয়বাজেভাবেদ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিডওয়ার্নারইশান্ত শর্মার শিকারে পরিণত হয়ে তিনি ফেরেন রানের খাতা খোলারআগেইদ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেওয়ারচেষ্টা করেছিলেন এড কোয়ান ও ফিলিপ হিউজদলীয় ৭১ রানের মাথায় আবারও আঘাতহানেন ইশান্ত শর্মাএবার তাঁর শিকারে পরিণত হন ব্যক্তিগত ৪৫ রানে থাকাহিউজ
দুই উইকেট হারিয়ে শতরানে পৌঁছায় অস্ট্রেলিয়া১০৬ রানে উদ্বোধনীব্যাটসম্যান এড কোয়ানের (৩৮) বিদায়ের পর সত্যিকারের বিপর্যয়ে পড়েসফরকারীরাএকের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়াএকপর্যায়ে দলীয়সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮৯ রানব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝেওব্যতিক্রম ছিলেন স্টিফেন স্মিথতিনি করেন ৪৬ রান
দিনের শেষভাগটা অবশ্য স্বস্তিরই ছিল অস্ট্রেলিয়ারনবম উইকেটে কিছুটাপ্রতিরোধ গড়ে তুলেছেন পিটার সিডল ও জেমস প্যাটিনসনতাঁদের অবিচ্ছিন্ন জুটিথেকে এখন পর্যন্ত এসেছে ৪২ রানসিডল-প্যাটিসন জুটির ওপর ভর করে ভালোসংগ্রহ গড়ার স্বপ্ন দেখতেই পারে অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩১/৮
(
প্রথম দিনের খেলা শেষে)
সিডল ৪৭*, স্মিথ ৪৬, হিউজ ৪৫, কোয়ান ৩৮
অশ্বিন ৪/৪০, জাদেজা ২/৩৪, ইশান্ত ২/৩৫
টস: অস্ট্রেলিয়া
সূত্র: ক্রিকইনফো

 

 

 

(২২ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন