বিনোদন ডেস্ক পয়লা বৈশাখ সামনে রেখে ইমরান প্রকাশ করতে যাচ্ছেন নিজের দ্বিতীয় একক অ্যালবাম। ‘তুমি’ শিরোনামের এ অ্যালবামটি আসবে সিডি চয়েজের ব্যানারে। তবে প্রথম অ্যালবামের চেয়ে এটির গুরুত্ব ইমরানের কাছে একেবারেই আলাদা। কারণ এই অ্যালবামের সব গানের সুর ও সংগীত করেছেন তিনি নিজেই। আর এবারই প্রথম তাঁর সুর ও সংগীতে কোনো একক অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে।
গানগুলোর কথা লিখেছেন রবিউল ইসলাম, শেখ সুমন এমদাদ ও রিফাত।
ইমরান বলেন, ‘কয়েক মাস ধরে এই গানগুলো তৈরির পেছনে শ্রম দিয়েছি। গানগুলোর মাধ্যমে শ্রোতারা আমার কাছ থেকে নতুন কিছু পাবেন।’
এতে দুটি গানের ডাবল ভার্সনসহ মোট গান থাকছে ১১টি। এর মধ্যে দুটি গানে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পূজা, একটি করে গেয়েছেন ন্যান্সি ও নওমী। একটি বোনাস ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন পূজা ও মিলন।
উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারিতে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় ইমরানের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোকে’। সেই অ্যালবামের তিনটি গানের সুর ও সংগীত করেছিলেন ইমরান।
(২২ মার্চ):নিউজরুম