বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠান এখন অ্যাপল, অ্যান্ড্রয়েডের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত। প্রতিযোগিতার বাজারে ব্ল্যাকবেরির ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী তিনি।
২১ মার্চ নিউইয়র্কে ব্ল্যাকবেরি স্মার্টফোনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইউএসএ টুডেকে এক সাক্ষাত্কার দিয়েছেন হেইন্স। অ্যাপলের সমালোচনা করে তিনি জানিয়েছেন, অ্যাপলের যুগ শেষ। অ্যাপলের উদ্ভাবনের ধার কমে গেছে। তবে অ্যান্ড্রয়েড এখনো প্রতিযোগিতার বাজারে শক্তিশালী অংশ।
ব্ল্যাকবেরি প্রসঙ্গে হেইন্স বলেন, ‘ব্ল্যাকবেরির হূত জৌলুস ফিরিয়ে আনতে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’ ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম-নির্ভর ‘জেড ১০’ দিয়ে স্মার্টফোন লড়াইয়ের বাজারে ব্ল্যাকবেরি প্রস্তুত।
(২২ মার্চ):নিউজরুম