স্মার্ট হাতঘড়ি বাজারে আনতে পারে গুগল

0
320
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক স্মার্ট হাতঘড়ি বাজারে আনতে পারে গুগলস্বয়ংক্রিয় গাড়ি, স্মার্ট গ্লাস, কথা বলা জুতার পর এবার গুগলের পরবর্তী আকর্ষণ হতে পারে স্মার্ট ওয়াচপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডেতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুগলের গোপন পরীক্ষাগারে অ্যান্ড্রয়েড বিভাগের কর্মীরা স্মার্ট ওয়াচ তৈরি করছেন
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর এ হাতঘড়ির জন্য ইতিমধ্যে পেটেন্টও করিয়েছে গুগল কর্তৃপক্ষ
গুগলের এ হাতঘড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ভারচুয়াল অ্যাসিসটেন্ট প্রযুক্তি যুক্ত হতে পারে
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৪ সাল নাগাদ স্মার্ট ওয়াচ বা স্মার্ট হাতঘড়ির বাজার ৬০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত দাঁড়াতে পারে
বাজারে অ্যাপল, স্যামসাং, সনি, নাইকির মতো প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আনবেপরিধেয় প্রযুক্তির বাজার দখলে গুগল নতুন প্রযুক্তির হাতঘড়ি এনে চমকে দিতে পারে

(মার্চ): নিউজরুম

শেয়ার করুন