আবার মা হতে চান কেটি হোমস

0
120
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক মিশন ইমপসিবলতারকা টম ক্রুজের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর এখন একমাত্র মেয়ে সুরিকে নিয়েই কেটি হোমসের পুরো জগত্তবে ভবিষ্যতে আরও সন্তান নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হলিউডের ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী
ছয় বছর বয়সী সুরিকে ভাই-বোন উপহার দেওয়ার পরিকল্পনা আছে কি নাএমন এক প্রশ্নের জবাবে কেটি বলেন, ‘এই মুহূর্তে এমন কিছু ভাবছি নাতবে ভবিষ্যতে আরও সন্তানের মা হতে চাই আমিসম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি স্টার
এদিকে, খবর রটেছে, কেটি তাঁর পেশা পরিবর্তন করছেনঅভিনয় ছেড়ে আইনজীবী হিসেবে নতুন পেশাজীবন শুরু করতে যাচ্ছেন তিনিএ বিষয়ে খোলাসা করে কিছু না বললেও খবরটি উড়িয়ে দেননি কেটিতাঁর ভাষ্য, ‘আমার বাবা ও ভাই দুজনই অ্যাটর্নিএই পেশার মানুষের বাস্তবধর্মী চিন্তা করার মানসিকতা আমি অনেক পছন্দ করি

 

(২২ মার্চ):নিউজরুম

 

শেয়ার করুন