বৈশাখ উপলক্ষে ১৩টি ব্যান্ডের গান নিয়ে জয়

0
211
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক বৈশাখ উপলক্ষে ১৩টি ব্যান্ডের গান নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে মিশ্র অ্যালবাম রকহোলিকজানা গেছে, অ্যালবামে ১৩টি রক ঘরানার ব্যান্ডের একটি করে গান থাকবে
পুরো অ্যালবামের পরিকল্পনা ও সমন্বয়ে আছেন নির্ঝর ব্যান্ড ও দি ব্রাদারহুড প্রজেক্টের অন্যতম সদস্য জয় শাহরিয়ারতিনি বলেন, ‘২০০৭ সালে কয়েকটি ব্যান্ড নিয়ে মিশ্র অ্যালবাম অন্যরকমপ্রকাশিত হয়েছিলসে সময় অ্যালবামটি বেশ আলোচিত হয়তারই ধারাবাহিকতায় ছয় বছর পর আবারও এ ধরনের আয়োজনে সম্পৃক্ত হলাম
জয় আরও বলেন, ‘ব্যান্ডের গানের হারিয়ে যাওয়া সময় ফিরিয়ে আনার প্রয়াসেই ১৩টি রক ব্যান্ডের এ অ্যালবামব্যান্ড জগতের একজন প্রতিনিধি হিসেবে এ ধরনের আয়োজনের উদ্যোগটা নিজের দায়িত্ব ও ভালো লাগা থেকেই
রকহোলিকঅ্যালবামে যে ব্যান্ডগুলোর গান থাকছে সেগুলো হলোদ্য ট্র্যাপ, নির্ঝর, পারভেজ ও সুফিয়ানা, পলাশ অ্যান্ড ফ্রেন্ডস, পরিধি, ঘুড্ডি, ১২ এএম, অন্যস্বর, সিন অব কারনেজ, বে অব বেঙ্গল, প্রায়, শূন্য ও স্যালভেশন
রকহোলিকঅ্যালবামটির পৃষ্ঠপোষকতা করছে অরেঞ্জ নেটওয়ার্কের মোবাইল হ্যান্ডসেট অপশনঅ্যালবামটি প্রকাশ করবে আজব রেকর্ডস

 

(২২ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন