জ্যাকসনের যৌন হয়রানির মামলা

0
122
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক যৌনহয়রানির অভিযোগে ২০০৫ সালে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল পপতারকামাইকেল জ্যাকসনকেক্যালিফোর্নিয়ায় চার মাসের বেশি সময় ধরে মামলাটিরকার্যক্রম চলার পর শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পানজ্যাকসনসম্প্রতি মামলাটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বলে বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানানো হয়
২০০৫ সালে জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হওয়ার পর হইচই পড়েগিয়েছিল চারদিকেমামলার অভিযোগে বলা হয়েছিল, জ্যাকসন তাঁর নেভারল্যান্ডবাংলো বাড়িতে ১৩ বছর বয়সী এক বালককে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিলেনকিন্তু শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ মিথ্যা প্রমাণিতহয়
২০০৯ সালে জ্যাকসনের ৫০টি মঞ্চ পরিবেশনা নিয়ে দিস ইজ ইটকনসার্ট সিরিজেরপরিকল্পনা করা হয়েছিলজুলাইয়ে শুরু হয়ে তা চলার কথা ছিল ২০১০ সালেরমার্চ মাস পর্যন্তলন্ডনের ওটু এরিনায় আয়োজিত কনসার্ট সিরিজটিরপ্রচারণাও শুরু করেছিল এইজি নামের একটি প্রতিষ্ঠানকিন্তু প্রথম কনসার্টেরমাত্র তিন সপ্তাহ আগে ২০০৯ সালের ২৫ জুন মৃত্যু হয় জ্যাকসনের

দিস ইজ ইটকনসার্টের প্রচারণার দায়িত্বে থাকা এইজি প্রতিষ্ঠানেরবিরুদ্ধে সম্প্রতি দুই হাজার ৬০০ কোটি পাউন্ডের ক্ষতিপূরণ মামলা করারসিদ্ধান্ত নেওয়া হয়েছে জ্যাকসন পরিবারের পক্ষ থেকেএর পর জ্যাকসনের যৌনহয়রানির মামলাটি পুনরুজ্জীবিত করার তত্পরতা শুরু হয়েছেধারণা করা হচ্ছে, এর পেছনে কলকাঠি নাড়ছে এইজি

সম্প্রতি জ্যাকসন পরিবারের সদস্যরা দাবি করেন, ‘দিস ইজ ইটকনসার্টে অংশনিলে ৬৬০ কোটি পাউন্ড আয় করতেন পপ কিংএ ছাড়া, আরও কিছু কারণে এক হাজার৯৮০ কোটি পাউন্ড ক্ষতির মুখে পড়েছে জ্যাকসন পরিবারের সদস্যরাএজন্য এইজিপ্রতিষ্ঠানের কাছ থেকে সব মিলিয়ে দুই হাজার ৬০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণচেয়েছেন জ্যাকসনের মা ক্যাথরিন এবং তিন সন্তান প্যারিস, প্রিন্স ওব্ল্যাঙ্কেট

দিস ইজ ইটকনসার্টের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কিছুদিনের মাথায়জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক হিসেবে ভাড়া করা হয়েছিল কনরাড মারেকেজ্যাকসন পরিবারের দাবি, কনরাড নিয়োগ পাওয়ার পর তাঁর তত্ত্বাবধানে অবহেলাকরেছে এইজিজ্যাকসনকে নিয়মিত প্রপোফল ইনজেকশন ব্যবহারের অনুমতিদিয়েছিলেন কনরাডঅথচ এ বিষয়ে তাঁর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না

অনিচ্ছাকৃতভাবে জ্যাকসনকে হত্যার দায়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন কনরাডমারেগত বছর থেকে লস অ্যাঞ্জেলেস কারাগারে সাজা ভোগ করছেন তিনি

জ্যাকসনের মৃত্যুর পর ৬৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করেছে মাইকেল জ্যাকসনএস্টেটতার মধ্যে ৩৭৫ মিলিয়ন পাউন্ডই খরচ করা হয়েছে জ্যাকসনের দেনাপরিশোধের পেছনে

 

(২২ মার্চ):নিউজরুম

 

শেয়ার করুন