স্পোর্টস ডেস্ক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচই ড্র হওয়ার পর সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের শুরুটা দারুণভাবে করেছে নিউজিল্যান্ড। ওপেনার পিটার ফুলটন ও কেন উইলিয়ামসনের দারুণ ব্যাটিংয়ে মাত্র এক উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে কিউইরা। ১২৪ রান নিয়ে অপরাজিত আছেন ফুলটন। ৮৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন উইলিয়ামসন।
অকল্যান্ড টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। দ্রুতই কয়েকটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপের মুখে ফেলে দেওয়ার পরিকল্পনাই হয়তো ছিল ইংলিশ ক্রিকেটারদের। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বোলাররা। উদ্বোধনী জুটিতে ৭৯ রানের জুটি গড়েন পিটার ফুলটন ও হ্যামিশ রাদারফোর্ড। ২৭তম ওভারে ইংল্যান্ডকে প্রথম সাফল্যটি এনে দেন স্টিভেন ফিন। ৩৭ রান করে সাজঘরে ফেরেন রাদারফোর্ড।তবে এরপর দিনের বাকিটা সময় হতাশাতেই কাটাতে হয়েছে সফরকারী ইংলিশ বোলারদের। দ্বিতীয় উইকেটে ১৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন ফুলটন ও উইলিয়ামসন।
(২২ মার্চ): নিউজরুম