স্পোর্টস ডেস্ক টেস্টসিরিজের প্রথম তিনটি ম্যাচেই হারের পর হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশননিয়ে আজ দিল্লি টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টস জিতেব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি সফরকারীরা।মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার দুটি উইকেট তুলে নিয়েছেনভারতীয় পেসার ইশান্ত শর্মা। অন্যদিকে স্কোরবোর্ডে ৯৪ রান যোগ করতে পেরেছেঅস্ট্রেলিয়া। উইকেটে আছেন ওপেনার এড কোয়ান ও অধিনায়ক শেন ওয়াটসন।
ইনজুরির কারণে শেষ পর্যন্ত দিল্লি টেস্টে মাঠে নামতে পারেননি মাইকেলক্লার্ক। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন শেন ওয়াটসন।
টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার ডেভিডওয়ার্নার। ইশান্ত শর্মার শিকারে পরিণত হয়ে ফিরে যান রানের খাতা না খুলেই।দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেওয়ারচেষ্টা করেছিলেন আরেক ওপেনার এড কোয়ান ও ফিলিপ হিউজ। দলীয় ৭১ রানেরমাথায় অসি শিবিরে আবারও আঘাত হানেন ইশান্ত শর্মা। এবার তাঁর শিকারে পরিণতহন হিউজ। ৫৯ বলে ৪৫ রানের দ্রুতগতির এক ইনিংস খেলে আউট হয়েছেন এই বামহাতিব্যাটসম্যান।
(২২ মার্চ): নিউজরুম