মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে হাসান নামে ১ শিশুর মৃত্য

0
387
Print Friendly, PDF & Email

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. হাসান (৫) নামে এক শিশুর মৃত্য হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লারচর এলাকায় ধলেশ্বরীর শাখা নদীতে এ ঘটনা ঘটে। শিশু হাসান চরকিশোরগঞ্জ মোল্লারচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে মা মোকছেদা বেগমের সঙ্গে ৫ বছর বয়সী ছেলে হাসান ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে যায়। এ সময় মা মোকছেদা কাপড় ধোয়ার সময় হাসান তীরে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে সে নদীতে পড়ে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিনহাজ পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 মার্চ ২২, ২০১৩

শেয়ার করুন