রাজশাহী: পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যুতে কান্নার রোল উঠেছে রাজশাহী বাঘা উপজেলার চক রাজাপুরে। নিহতরা হলেন চারু মোল্লা মেয়ে রাণী(৭), আবু বক্কর মোল্লার মেয়ে সুমাইয়া (৯) এবং লালন মোল্লার মেয়ে পপি (১০)। বুধবার দুপুর সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।
একই ঘটনায় চারু মোল্লার বড় মেয়ে তানিয়া (১২) বেঁচে যায়। তানিয়া জানান, ‘দুপুর সাড়ে ৩টায় তানিয়াসহ ৪ চাচাতো বোন পদ্মায় গোসল করতে গেলে প্রথমে রাণী পানিতে ডুবে যায়। রাণীকে উদ্ধার করতে গিয়ে সুমাইয়া এবং এরপর পপি ডুবে যায়।’
তানিয়ার চিৎকার শুনে স্থানীয়রা পানি থেকে ৩ জনকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলারা বেগম তাদের মৃত ঘোষণা করেন।
বিকাল সাড়ে ৫ টায় লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঘা থানার উপপরিদর্শক মাকসুদ করিম জানান, ‘এই ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কিছু জানানো হয় নি। তবে পুলিশ বিষয়টি তদন্তে ঘটনাস্থল এবং নিহতদের বাড়িতে গেছে।’
মার্চ ২০, ২০১৩