ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে বঙ্গভবনের সামনে জড়ো হয়েছেন সর্বস্তরের হাজারো মানুষ।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ জড়ো হয়েছেন এখানে। এছাড়া দেখা যাচ্ছে অসংখ্য সাধারণ মানুষ।
বৃহস্পতিবার দুপুর ১টা ০৪ মিনিটে রাষ্ট্রপতির ফুলে মোড়ানো গাড়িটি বঙ্গভবনে পৌঁছায়।
কালো পতাকা ও কালোব্যাজ ধারণ করে রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতে হাজারো জনতা ভিড় করে রয়েছেন বঙ্গভবনের সামনে।
আবার অনেকে কালো ব্যানারে শোকবাণী লিখে এনে রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছেন। সেখানে প্রদানমন্ত্রী, অস্থায়ী রাষ্ট্রপতিসহ সরকারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের জনগণ রাষ্ট্রপতিতে শ্রদ্ধা জানাবেন।
প্রসঙ্গত, বুধবার বিকেল ৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির মৃত্যু হয়।
মার্চ ২১, ২০১৩