রাষ্ট্রপতির মৃত্যুতে জন কেরির শোক

0
161
Print Friendly, PDF & Email

ঢাকা: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বৃহস্পতিবার পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু সংবাদে আমরা শোকাহত।  জীবনের শুরু থেকেই ইতিহাসের ছাত্র ও রাজনৈতিক কর্মী হিসেবে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন।”

“১৯৭১ সালে বাংলাদেশের সৃষ্টিতে তার অবদান অপরিসীম এবং তার পরবর্তী কয়েক দশকের জনসেবা বাংলাদেশকে আজকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। বাংলাদেশ যখন তার ৪২তম স্বাধীনতা দিবসের দ্বারপ্রান্তে উপনীত, তখন রাষ্ট্রপতি রহমানের মৃত্যু সকল বাংলাদেশিকে এমন একটি মুহূর্তের সম্মুখীন করেছে যখন তারা শোকে একীভূত হবে এবং জাতি হিসেবে কোন বিষয়টি তাদের ঐক্যবদ্ধ করে রাখে তা অনুধাবন করবে”, বিবৃতিতে বলা হয়।

জন কেরি বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি রাষ্ট্রপতি রহমানের পরিবারের ও বাংলাদেশের জনগণের প্রতি এই শোকাবহ সময়ে আমার সহানূভুতি জ্ঞাপন করছি।”

বুধবার বিকেল ৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু হয়।

 মার্চ ২১, ২০১৩

শেয়ার করুন