অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক

0
166
Print Friendly, PDF & Email

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ অ্যাডভোকেট।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন,“তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ও প্রবীণ রাজনীতিবিদকে হারালো।”

তিনি আরও বলেন,“ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক সঙ্কট উত্তরণে তার দৃঢ় ও প্রাজ্ঞ ভূমিকা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে।“

আবদুল হামিদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমান বুধবার বাংলাদেশ সময় বিকাল ০৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
 মার্চ ২০, ২০১৩

শেয়ার করুন