চলতি অর্থবছরের (২০১২-২০১৩) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এর আকার দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬৬ কোটি টাকা।
শেরেবাংলা নগরের এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় গতকাল বুধবার এই সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। প্রসঙ্গত, মূল এডিপির আকার ছিল ৫৫ হাজার কোটি টাকা।
জানা গেছে, পরিকল্পনা কমিশন থেকে ৫০ হাজার ৩৬৬ কোটি টাকার সংশোধিত এডিপির প্রস্তাব দেওয়া হলেও এনইসির সভায় মন্ত্রীদের চাহিদার কারণে আরও দুই হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই বাড়তি বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ, সড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সেতু বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে দেওয়া হবে।
অনুমোদিত সংশোধিত এডিপিতে স্থানীয় মুদ্রায় ৩৩ হাজার ৮৬৬ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা ১৮ হাজার ৫০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। চলতি সংশোধিত এডিপির আকার গত বছরের সংশোধিত এডিপি অপেক্ষা ১১ হাজার ২৮৬ কোটি টাকা বা ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি।
১৫৭টি নতুন প্রকল্পসহ সংশোধিত এডিপিতে প্রকল্পসংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৫। এ ছাড়া ৬০৫টি বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্প এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রত্যেক বছরই এডিপি কমিয়ে সংশোধন করা হয়। সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময় অতিক্রান্ত হওয়ার পর এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে মূল আয়তনটি কমিয়ে আনা হয়।
তুলনামূলক অধিক বরাদ্দ পাওয়া সাতটি খাত: বিদ্যুৎ খাতে আট হাজার ৪৬৯ কোটি টাকা (বরাদ্দের ১৬ দশমিক ৮০ শতাংশ), পরিবহন খাতে সাত হাজার ৩০৬ কোটি টাকা (বরাদ্দের ১৪ দশমিক ৫০ শতাংশ), শিক্ষা ও ধর্ম খাতে ছয় হাজার ৩৭১ কোটি টাকা (বরাদ্দের ১৩ দশমিক ১০ শতাংশ), পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ছয় হাজার ২৫৩ কোটি টাকা (বরাদ্দের ১২ দশমিক ৪০ শতাংশ), ভৌত পরিকল্পনা ও পানি সরবরাহ খাতে চার হাজার ৮২১ কোটি টাকা (বরাদ্দের ৯ দশমিক ৬০ শতাংশ), স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, পরিবারকল্যাণ খাতে তিন হাজার ৯৭৭ কোটি টাকা (বরাদ্দের ৭ দশমিক ৯ শতাংশ) এবং কৃষি খাতে দুই হাজার ৭৬৪ কোটি টাকা (বরাদ্দের ৫ দশমিক ৫০ শতাংশ)।
সভায় জানানো হয়, জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত চলতি এডিপি বাস্তবায়নের হার ৪৪ শতাংশ, যা গত বছরের একই সময়ের এডিপির তুলনায় ৬ শতাংশ বেশি। এনইসির সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভুইয়া শফিকুল ইসলাম সংশোধিত এডিপির বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
এনইসির সভায় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।
২১ মার্চ/২০১৩/নিউজরুম.