বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক স্বেচ্ছাসেবী সংগঠন প্রযুক্তিতে বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সংগঠনের এক সাধারণ সভায় আগের কমিটি বাতিল করে মোহাম্মাদ রাকিবুজ্জামানকে আহ্বায়ক ও আবু সাইদকে সদস্যসচিব করে প্রযুক্তিতে কুষ্টিয়ার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সভায় প্রযুক্তিতে বাংলাদেশের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, ‘শুধু তথ্যপ্রযুক্তি নয়, সকল প্রকার উদ্যোগ হতে পারে একটি রাষ্ট্রের পরিবর্তনের দিকনির্দেশনা। আগামী দিনের পথপ্রদর্শক হিসেবে তরুণ প্রজন্মকে আরও এগিয়ে যেতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন প্রযুক্তি বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।