হরতালের দুই দিন পর খুলেছে সিটিআইটি মেলা

0
146
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক হরতালের কারণেটানা দুই দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার আবার খুলেছে সিটিআইটি ২০১৩ মেলাতাই মেলায় গতকাল ক্রেতাদের বেশভিড় দেখা গেছে
ঢাকার আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটির এই বার্ষিক মেলা এখন চলবে ২৫ মার্চ পর্যন্তনানা বয়সী ক্রেতারা বিভিন্ন পণ্য দেখার পাশাপাশি পছন্দসই পণ্যটি কিনেও নিচ্ছেনমাগুরা থেকে আসা শরিফ আহমেদ বলেন, ‘ঢাকায় এসেছি মেলা থেকে ল্যাপটপ কেনার জন্যমেলায় ঘুরে পছন্দসই পণ্যটি কিনেও নিয়েছেন তিনি
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের পণ্যে দিচ্ছে ছাড় ও উপহারবেলকিনের যেকোনো পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে বিশেষ মূল্যছাড়এ ছাড়া ই-স্ক্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনলে উপহার হিসেবে পাওয়া যাবে ৮ গিগাবাইট পেনড্রাইভজেরক্স ৫০১৯, ৫০২১ ও ৫০২১ডিএন মডেলের মাল্টিফাংশনাল প্রিন্টার পাওয়া যাবে বিশেষ মূল্যছাড়ে
গতকাল স্যামসাং আয়োজিত ছবি তোলা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়এতে এ গ্রুপে বিজয়ীরা হলেন রিয়াজ মাহমুদ ভূইয়া, অজয়কুমার সরকার ও মোহাম্মদ ফারসিদ রায়হানবি গ্রুপে বিজয়ী হয়েছেন শেখ মহির উদ্দিন, রাসেল এম এ খান ও মো. খালিদ রায়হানবিজয়ীদের ছবি মেলায় প্রদর্শিত হচ্ছেগতকাল সন্ধ্যায় মেলার কেন্দ্রীয় মঞ্চে এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খানকে সংবর্ধনা দেওয়া হয়এ ছাড়া মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবেটিকিটের মূল্য ১০ টাকাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে 

 

(২১ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন