বিনোদন ডেস্ক শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতা নাকি আবার বেড়েছে। ২০১১ সালের ডিসেম্বরে শাহরুখ-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার খবর ফাঁস হওয়ার পর বিষয়টিকে শাহরুখের ঘনিষ্ঠজনেরা মেনে নিতে পারেননি। গৌরীর সঙ্গে শাহরুখের ২০ বছরের সাজানো সংসারে অশান্তির ঢেউ ওঠার জন্য তখন তাঁরা প্রিয়াঙ্কাকে দায়ী করেন।জানা গেছে, সম্প্রতি এর জন্য নাকি প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়েছেন শাহরুখ।আর কাছের ওই বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন শাহরুখ। সবাইকে সাফ জানিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কাকে নিয়ে কোনো কটু কথা বরদাশত করবেন না। কেবল ব্যক্তিজীবনেই নয়, পেশাজীবনেও এই জুটির ঘনিষ্ঠতার খবর মিলেছে। এখন বিভিন্ন পণ্যনির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর-কষাকষি থেকে শুরু করে চুক্তি সইয়ের খুঁটিনাটি নানা দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শাহরুখ। তাঁর চূড়ান্ত অনুমতি পাওয়ার পরই কেবল চুক্তিতে সই করছেন প্রিয়াঙ্কা। ওয়ান ইন্ডিয়া।
(২১ মার্চ):নিউজরুম