আজ ‘প্রাচ্যনাট নাট্যমেলা’ উদ্বোধন করবেন

0
149
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক প্রাচ্যনাট প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি করে গত বছরএ উপলক্ষে বছরব্যাপী নেওয়া হয় নানা কর্মসূচিতারই শেষ আয়োজন প্রাচ্যনাট নাট্যমেলাশুরু হচ্ছে আজবিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এ নাট্যমেলাউদ্বোধন করবেন বাংলাদেশের নাট্যকর্মীদের মায়েরা
জানা গেছে, ২৬ মার্চ পর্যন্ত এ নাট্যমেলায় অংশ নিচ্ছে প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, আরণ্যক, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, প্রাঙ্গণেমোর, সুবচন নাট্য সংসদ, নাট্যকেন্দ্রসহ আরও কয়েকটি নাটকের দলনাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে
প্রতিদিনই জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে থাকছে সংগীতায়োজনপ্রতিদিন সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে বিভিন্ন নাট্যকর্মীকে উত্তরীয় প্রদান করা হবেএ ছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদানের জন্য অনুসরণীয় ও চিরস্মরণীয় হয়ে থাকবেনএমন ১০ জন বিদেশি বন্ধুকে সম্মাননা প্রদান করবে প্রাচ্যনাটতাঁদের মধ্যে আছেন ভ্যালেরি এ টেইলর, এডরিক বেকার, ব্রাদার ফ্রাঙ্ক, হিরোকি ও মায়ে, জারা প্রমুখ

 

(২১ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন