বিনোদন ডেস্ক প্রাচ্যনাট প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি করে গত বছর। এ উপলক্ষে বছরব্যাপী নেওয়া হয় নানা কর্মসূচি। তারই শেষ আয়োজন ‘প্রাচ্যনাট নাট্যমেলা’ শুরু হচ্ছে আজ। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এ নাট্যমেলা। উদ্বোধন করবেন বাংলাদেশের নাট্যকর্মীদের মায়েরা।
জানা গেছে, ২৬ মার্চ পর্যন্ত এ নাট্যমেলায় অংশ নিচ্ছে প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, আরণ্যক, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, প্রাঙ্গণেমোর, সুবচন নাট্য সংসদ, নাট্যকেন্দ্রসহ আরও কয়েকটি নাটকের দল।নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে।
প্রতিদিনই জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে থাকছে সংগীতায়োজন। প্রতিদিন সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে বিভিন্ন নাট্যকর্মীকে উত্তরীয় প্রদান করা হবে।এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদানের জন্য অনুসরণীয় ও চিরস্মরণীয় হয়ে থাকবেন—এমন ১০ জন বিদেশি বন্ধুকে সম্মাননা প্রদান করবে প্রাচ্যনাট। তাঁদের মধ্যে আছেন ভ্যালেরি এ টেইলর, এডরিক বেকার, ব্রাদার ফ্রাঙ্ক, হিরোকি ও মায়ে, জারা প্রমুখ।
(২১ মার্চ): নিউজরুম