বিনোদন ডেস্ক সংগীতশিল্পী কোনালের মা-বাবা আর ভাই থাকেন কুয়েতে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্নাতক করছেন কোনাল। ছুটি পেলেই চলে যান মা-বাবার কাছে, কুয়েতে। এবারও গেছেন গত রোববার।
কুয়েতে পৌঁছে মুঠোফোনে গতকাল বুধবার কোনাল জানান, কুয়েত এয়ারওয়েজে পাঁচ ঘণ্টার যাত্রায় বেশির ভাগ সময় ছিলেন বিমানের ককপিটে। সেখানে পাইলট আর কেবিন ক্রুদের অনুরোধে তিনি গান করেছেন। যাত্রীরাও গান গাওয়ার জন্য তাঁকে অনুরোধ করেন।
কোনাল বলেন, ‘কুয়েত এয়ারওয়েজের বিমানবালা মেহরুবার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। তাঁর মাধ্যমেই এবার পাইলটের সঙ্গে পরিচয়। সেই ২০০৯ সাল থেকে কুয়েত যাওয়া-আসার পথে আমাকে প্রায়ই পাইলট, বিমানবালা ও কেবিন ক্রুদের অনুরোধে গান করতে হয়। আমি নিজেও তা বেশ উপভোগ করি। পুরো ভ্রমণটা আনন্দদায়ক হয়ে ওঠে।’
কোনাল জানান, মা-বাবার সঙ্গে ছুটি কাটানোর পাশাপাশি কুয়েতে প্রবাসী বাঙালিদের নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করবেন তিনি। ‘বিশ্বজুড়ে চ্যানেল আই’ নামের অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। দেশে ফিরে তিনি পঞ্চকবির গান নিয়ে অ্যালবাম তৈরির কাজ শুরু করবেন।
(২১ মার্চ):নিউজরুম